==============
আমি তোমারই মতন, তবে ঠিক তুমি নই
আমার জন্মের পর পড়েনি হৈ চৈ।
আমি হাটতে পারি না, দেখতে পারি না
চোখে দেখি না, কানে শুনি না
কথা বলতে পারি না।
লুকিয়ে থাকি নিজের ভিতর
নিজের মনে কথা বলি
মনে মনেই ঘুরে বেড়াই তেপান্তর।
তুমি যাই ভাবো, আমি তোমারই মতন
হয়তো আরেকটু বেশি তুমি।
যদি ভাবো, আমি প্রতিবন্ধী
তবে জেনে রেখো, আমি নই
তুমিই প্রতিবন্ধী।
====================
সহমর্মিতার সংবেদন