==================
প্রতিবেশী মেয়ে,
জানালার পাশে আলোছায়ায় একটু দেখি
নাকি চোখের বিভ্রম, মায়ার কারসাজি।
হোক তবে তাই
না হয়, মিথ্যেই দেখি।
তবু, অনুক্ষণ প্রতিক্ষণ চুপিচুপি
ছোট্ট জানালায় অপলক চেয়ে থাকি।
কান পেতে রাখি, যদি বা শুনি
রেশমি চুড়ির মিষ্টি রিনিঝিনি
কিংবা
আলতো পায়ের নূপুরের অণুরণি।
প্রতিবেশী মেয়ে,
আমি অনন্ত অপেক্ষায় থাকি।
দেখি আর না দেখি, আমি তো জানি
ওই তুচ্ছ পর্দার আড়ালে,
শুধু তুমি।
প্রতিবেশী মেয়ে,
তোমার চোখে আঁকবো বলে,
স্বপ্ন সাজিয়েছি।
তুমি ভালোবাসো আর নাই বাসো
আমি তো বাসি।
=============================