==========================================

আজকাল আমার কবিতাগুলো,
কেমন যেনো অনর্থক শব্দের স্তূপ হয়ে উঠছে।
অলংকৃত ছন্দ গুলো জৌলুশপূর্ণ প্রাচুর্যে,
ভাবনাহীন একমুখো স্রোতের তীব্র তাড়নায়
ভেসে বেড়ায়, এক কবিতা থেকে আরেক কবিতায়,
মানবতা, দেশপ্রেম, প্রতিবাদের ভাষা,
শব্দহীন চিৎকারে আজ দূর অস্তগত সূর্যের নীলিমায়।
বৃথাই কাটছে দিন, বৃথাই সময়।

ফুল, বসন্ত, কোকিল, মায়াবী চোখ ছাড়া
আর যেনো কিছু নেই,
প্রেম ছাড়া যেনো আর কোনো শব্দ নেই
তুলনা নেই, ছন্দ নেই, ভাবনা নেই
শুধু প্রেমেরই কবিতা লিখা হয়ে যায়।

আমি আর প্রেমের কবিতা লিখতে চাই না।
প্রেম, বিরহ, স্বপ্ন, ভালোলাগা আর ভালোবাসার  
কবিতা লিখতে লিখতে,
আমার হাতে কালশিটে দাগ পড়ে গেছে,
আমি আজ বড্ড ক্লান্ত, শ্রান্ত, দিকভ্রান্ত।
আমি পথ হারিয়েছি,
মায়াবী মায়ার বিভ্রমের ধুম্রজালে।  
হারিয়েছি নিজ্বস্যতা, ভুলেছি দায়বদ্ধতা
আমার দেশ, মাটি, মানুষ আর নদী।

আমার কলমে এখন কালো কালি,
সে লিখা কখনো কখনো হয়ে উঠে সোনালী।
কিন্তু লিখাটা কখনো লাল হয় না,
রক্ত ঝরে না, আগুন জ্বালাতে পারে না,
হৃদয়,শিরা, ধমনী খুঁড়ে যে রক্তচ্ছটা
তাতে সাদা পাতা দ্রোহী হয় না।
না, আমি আর কিছুতেই প্রেমের কবিতা লিখবো না,
কক্ষনো না।
==============================================