=======================
কি বলবো জানি না,
বলার পর কি হবে তাও জানি না,
শুধু জানি,
আজকের এই মুহূর্তের পর,  
কিছুই আর আগের মতো থাকবে না।
অন্যরকম হয়ে যাবে চেনা জানা এই পৃথিবী,
অন্য রঙে আঁকা, অন্য আলো, অন্য সুরে বাঁধা।
ভোরের শিশিরের অপেক্ষা শেষ হবে কিনা জানি না,
কৃষ্ণচূড়ারা লাল রঙে সাজবে কিনা জানি না,
এমনকি পৃথিবীটা আর একদিন টিকবে কিনা,
তাও জানি না,
তাতে অবশ্য আমার কিছু যায় আসে না,
শুধু জানি,
যদি আজ না বলি,
হয়তো আর কোনোদিনও  বলা হবে না।
বলা হবে না,
আমার মনে যে কবিতা,
তার উপমা তুমি।
আমার চোখে যে স্বপ্ন,
তাকে সম্পূর্ণ জড়িয়ে তুমি।
আমার সকাল সন্ধ্যা রাত্রি,
শুধু তুমি আর তুমি।
প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, যতক্ষণ বেঁচে আছি
থাকতে চাই পাশাপাশি,
ছুঁয়ে থাকতে চাই দুটি হাত,
বলতে চাই সব সময়,
ভালোবাসি, ভীষণ ভালোবাসি।

==============================