=======
মনের কোন গহীনে
কি সুর বেজে উঠে
কখন !
কে জানে ?
মনেই লুকিয়ে যে
খুঁজে পেলে তাকে
কি বাঁধা
কে মানে।
বড় আপন যে সে
মনে মনে, ঘুরে ফিরে
থাকে চোখে চোখে।
খুঁজে পেতেই
কি ধর্ম, কি কর্ম
জীবনের ধারাপাত
বসন্ত রঙে ছবি আঁকে।
যার মনে যে
সেই চিরকাল
থাকে সব সময়
মনের সবটা জুড়ে।
বাকি সব নিত্য আসা যাওয়া
শুধু কথার কথা
সময়ের আয়োজন।
হাজার তারার মেলায়
তার রেশ থেকেই যায়
এমনি পাগল মন।
=================