========================
মনের মতো একটা পাগলী পেলে,
পাগল হতাম ইচ্ছেমতো,
বদ্ধ পাগল।
রাত বিরাতে, খালি পায়ে
হেটে যেতাম নদীর পাড়ে,
মধ্যরাতে বাঁশি বাজাতাম ,
পাতার বাঁশি,
সুর তুলতাম, সর্বনাশী।
বকুল তলায় ফুল কুড়াতাম
হাজার পৃষ্ঠার চিঠি লিখতাম,
রক্ত চিঠি।
ঢোল বাজাতাম,
ঘুঙুর পায়ে নেচে বেড়াতাম,
রং ছিটাতাম,
গেরুয়া কাপড়ে বাউল সেজে,
বনবাসী।
একতারার টুং টাং, মরমী জীবন
অপূর্ণ মনের সিদ্ধি সাধন,
প্রেম পিয়াসী।
তারপর হঠাৎ
হাজির হতাম তোমার বাড়ি,
হৈ চৈ, হুলস্থুল, চিৎকার
বদ্ধ এক পাগল চোখে সবার।
আমি বলতাম,
পাগল নই আমি,
শুধু ভালোবাসি।
পাগলের মতো ভালোবাসি।
মনের মতো একটা পাগলী পাইনি বলে,
আমার আর সেই পাগল হয়ে উঠা হয়নি।
অথচো পাগল হওয়ার,
প্রাণান্ত চেষ্টা ছিল আমার,
হয়তো এখনো আছে।
================================