অতন্দ্র প্রহরী

=================

একজন আবু সাঈদ এখন
বাংলার ঘরে ঘরে।

একজন মীর মুগ্ধ এখন
অনবরত পানি ফেরি করে।

একজন তাহমিদ তামিম
আমাদের ঘুম কেড়ে নেয়।

একজন রুদ্র সেন
আমাদের অভয় দেয় ।

একজন আ্সসাবুল ইয়ামিন
আমাদের স্বপ্ন দেখায়।

একজন শাকিল পারভেজ
আমাদের দ্রোহের গান শেখায়।

একজন তানিয়া আখতার
আমাদের বিদ্রোহী হতে শেখায়।

একজন রতন তরুয়া, একজন আসিফ হাসান
ফয়সাল আহমেদ, ফারহান ফায়েজ
ফাহমিন জাফর, দীপ্ত দে, তানভীর
জিল্লুর শেখ, হাসান মেহেদী
আরোও কত সহস্র, কত অজস্র
আমাদের মাথা উঁচু করে
বেঁচে থাকার পথ দেখায়।

বার বার ভুলন্টিত পতাকা
পূর্ব দিগন্তে আবার মাথা তুলে দাঁড়ায়।

ঘোর অমানিশার অন্তিম শয্যায়
নতুন সূর্য মুঠী মুঠী সোনা ছড়ায়।

এ সূর্য অস্তমিত হবার নয়।
এ সূর্য মেঘের আড়ালে পড়ার নয়।
এ সূর্য অবিনশ্বর।

কারণ
লক্ষ তরুণ প্রাণ এর পাহাড়ায়।
=======================================

বৈষম্য বিরোধী আন্দোলনের অশ্রুসিক্ত দ্রোহের সময় অনেকগুলো অনুভূতি এলোমেলো লেখা হয়ে আছে। আজকের লেখাটা সেগুলোর একটা। রচনাকাল : ১০ অগাস্ট ২০২৪)