====================

সাগর নীলে ভিজিয়ে পা,
নির্জন বালুতটে রেখেছি পদচিহ্ন।
রিক্ত সময় ক্লান্ত বয়ে চলা,
সমাগত প্রায় জীবন সায়াহ্ন।
তবু বার বার ফিরে ফিরে দেখা,
সেই মধু লগ্ন।
চোখে চোখে তাকিয়ে থাকা,
কি অপার মুগ্ধতায় আচ্ছন্ন।
কতই না ভালোলাগা,
মধুযামিনীর মধু ক্ষরণে মগ্ন,
ভালোবাসা।

পূর্ণ এ জীবনের কত বর্ণ,
রংহীন তুলিতে আঁকা।
তবু সযত্ন,
সে স্মৃতির মালা,
করে তোলে বিষন্ন,
আর কি হবে না দেখা?
হোক না বিমূর্ত স্বপ্ন,
তবু ও তো ফিরে পাওয়া।
তাই হোক পূর্ণ,
আমার অতি সাধারণ চাওয়া।
=================