=======================

নীরব কান্নার অশ্রু
সব সময় কি দেখা যায়,
কিছু অশ্রু চোখ থেকে ঝরে পড়ে,
কিছু অশ্রু শুকিয়ে যায়।

কিছু অশ্রু চোখের কোনে
শুধু চিকচিক করে উঠে,
কিছু অশ্রু মিশে থাকে,
বুকফাটা বোবা কান্নায়।

কিছু অশ্রু হৃদয়ের চোখে
কষ্ট নিয়ে জমে থাকে,
কিছু অশ্রু মিশে থাকে নিঃশ্বাসে,
কিছু অবহেলায়।

কিছু অশ্রু শুধু রং হীন পানি
কিছু টকটকে লাল রক্ত,
কিছু অশ্রু বিমর্ষ গোধূলি,
কিছু অব্যক্ত কথা মালায় সিক্ত।

কিছু মান, কিছু অভিমান
কিছু অক্ষম দ্রোহ,
কিছু স্বত্ব ত্যাগে সর্ব সমর্পণ,
কিছু ক্ষমার্হ ।

কিছু অশ্রু, শুধুই অশ্রু
কিছু অনাবৃত কষ্ট আর,
অক্ষর হীন বেদনার  
অসমাপ্ত বৃত্ত।

============================