================================
এই নিশ্বাস,
এই বেঁচে থাকা,
সবই তোমার পরম কৃপা।
তবু ভুলে যাই বারে বার,
অসীম দয়ার অবিরাম এ উপহার,
রূপ রস ও গন্ধে ভরা, অপরূপ এ বসুন্ধরা।
কত ভ্রমে জড়িয়ে থাকি, কত মায়া
ক্ষনিকের প্রাপ্তির আশা,
বিভোর করে রাখে মরীচিকা।
কত ত্যাগ, কত তিতিক্ষা
পরমা সাধনের কি প্রানান্ত চেষ্টা।  
কিছুতেই তবু, কেন বুঝি না,
অনর্থক এ নিবিড় সাধনা,
এ বিশ্বভ্রমান্ডে যে করেছে দয়া,
অতি আপন এ প্রাণ,
যে করেছে দান,
তার পাদমূলে ঠেকাতে মাথা,
কেন খুঁজি ফিরি সময়ের ফোটা।
তবুও তোমার অসীম দয়া,
এ মানবকুলে,
এ অধমে,
মঙ্গল বর্ষণ করো সবসময়, সর্বদা।

=================================