==========================

ঐ অপূর্ব দুটি চোখের কাব্য,
ঐ অনন্ত বহমান স্রোতস্বিনীর ছন্দ,
আমার অফুরন্ত সময়ের গৌরব
ম্লান করে দেয়।
আমি থমকে তাকিয়ে থাকি,
সীমাহীন অজানায়,
নিজেকে হারিয়ে প্রানান্ত খুঁজে ফিরি,
আকাশের গায়ে চূর্ণ তারকা, নক্ষত্র বীথি
নিশ্চুপ চেয়ে থাকি,
শুধু চেয়েই থাকি।
ঐ অফুরন্ত কাব্যের নিরন্তর ছন্দ,
আমি লিখতে পারি না,
বইতে পারি না,
সইতে পারি না,
শুধু প্রচণ্ড এক স্রোতের টানে ভেসে যাই,
সময়, দিন, শতাব্দী
দেশ, প্রান্তর, বন্দর
কোথায় জানি না।
ঐ কবিতা কখনো শেষ হয় না।
ঐ অপূর্ব দুটি চোখ কার,
তা কি জানো?
না কি, তাও জানো না।
============================