===========================
চূর্ণ তারকার দল
আকাশগঙ্গা, অনন্ত নক্ষত্রবীথি
উৎসবে মেতেছে জানি ।
অপরূপ চাঁদ, জোছনা জড়ি তে
এ ছন্নছাড়া পৃথিবীকে,
ঝকমক সাজিয়েছে জানি ।
প্রেয়সী রজনী
কালো অন্ধকারে, জোনাকি আলোতে
জ্বলছে জানি।
একাকী চুপি চুপি
শুভ্র আঁচলে মালা গেঁথে, শিউলি
অপেক্ষায় আছে,
তাও জানি।
জানি, ঘুম ঘুম চোখে প্রহর প্রহরী
নিশিগন্ধার মাতাল সুরভী
শ্রান্ত বেনুর ক্লান্ত সুর
নীল শাড়ি পড়ে,
নূপুর পায়ে, রিনিঝিনি।
কখন আসবে তুমি ?
আমার কোনো তাড়া নেই,
অপেক্ষায় থাকবো আমি ।
==========================