================================

আমি তো তোকে ভালোবাসতে চাইনি,
তুই ই  শিখিয়েছিস,
কি করে ভালোবাসতে হয়
কি করে ভালোবাসি বলতে হয়।
বলেছিস, ভালোবাসা মানে
অনন্ত প্রহর চুপচাপ পাশাপাশি হেটে চলা,
কানে কানে, দুজনে দু জনায়
নিঃশব্দ ব্যঞ্জনায় মগ্ন অনর্গল কথামালা,
অবাক দৃষ্টিতে এক সাথে চেয়ে থাকা,
গাঢ় নীল আকাশে এক পোঁচ চূর্ণ তারকা,
মুক্ত ডানায় আবেগী উড়ে চলা,
বন্ধনহীন ছন্দের এক অবিশ্রান্ত কবিতা।
আমি অত কিছু বুঝতে চাইনি,
শুধু জেনেছি, ভালোবাসা মানে
তোর দিকে নিস্পলক চেয়ে থাকা।


আমি তো তোর হাত ধরতে চাইনি,
তুই ই হাত বাড়িয়ে বলেছিলি,
"নে ধর,
জীবনে কারো হাত ধরার সৌভাগ্য তো হবে না তোর "  
তারপর, হাত ধরে টেনে নিয়ে গেছিস বহু দূর সৈকতে  
প্লাবিত জ্যোৎস্নার স্নানে, এক সাথে কান পেতে
একটা একটা ঢেউ এর ভেঙে পড়ার শব্দ শুনেছি,
কুমারী প্রভাতে খালি পায়ে হারিয়ে গেছি,
শিশিরের কোমল স্পর্শে,
রক্তের স্পন্দনে,খুঁজেছি ভালোবাসার মানে।

আমি হাত ধরা শিখেছি,
কিভাবে হাত ছাড়তে হয় তা তো শিখাসনি।
ছাড়ার জন্য তো হাত ধরিনি,  
ভুলে যাবো বলে তো ভালোবাসিনি,
ভালোবাসলে কখনো কখনো ভুলে যেতে হয়,
এমন তো কখনো বলিসনি।
যদি বলতি,
তবে হয়তো বলতাম,
ছন্ন ছাড়া বর্ণহীন এ জীবন,
এই তো বেশ আছি।

=====================================