========================

অখণ্ড আকাশের মতো
এক খণ্ড অটুট ভালোবাসা,
নিয়ম আর অধিকারের টানাপড়েনে,
খণ্ড খণ্ড হয়ে,
সহস্র খণ্ডে ছড়িয়ে পড়ে,
সময় আর জীবনের রূঢ় কুরুক্ষেত্রে।
অভ্যেস আর আটপৌরে অনুভূতির বেড়াজালে ,
খণ্ড ভালোবাসা গুলো,
ক্রমান্বয়ে দ্যুতি হারিয়ে,
অনাদরে পড়ে থাকে এখানে, সেখানে ।
সংসার, সম্পর্ক, প্রয়োজন
ভালোবাসার মূর্ছনাহীন অকিঞ্চিৎকর জীবন,
তবু এগিয়ে চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে ।
আর আমরা খুঁজে ফিরি,
সেই অখণ্ড ভালোবাসা, অহর্নিশি
যে ভালোবাসা জড়িয়ে ছিল আষ্টেপৃষ্ঠে,
তোমাকে, আমাকে ।
খণ্ড খণ্ড সে ভালোবাসার দ্যুতিময় কণা,
এখনো বিমুগ্ধ রেখেছে আমাদের,
বেঁধে রেখেছে একসাথে,
অন্তহীন ভালোবাসার গাঢ় বন্ধনে ।

=================================