============
কে তুমি অদেখা
নক্ষত্র বীথির অপরূপ ছায়া
থাকো কোন ভুবনে।
কথা কও সংগোপনে
কানে কানে
আলতো পায়ে হেটে বেড়াও
সুর তুলো, নাচো
আলো ছড়াও কালো অন্ধকারে।
কে তুমি
নিত্য আসো যাও চুপি চুপি
ছুঁয়ে থাকো
ক্ষনিকের দেখা দাও
তারপর আবার স্মৃতি।
কে তুমি
রুপালি জোস্নার জড়িতে সাজো
আকাশের অতল নীলে
ভেসে ভেসে
সাদা মেঘের ভেলায়
অপরূপ ছবি আঁকো।
কে তুমি
কাছে ডাকলেই পালিয়ে বেড়াও
ছুঁতে গেলেই হারিয়ে যাও
আলোছায়ার লুকোচুরি খেলায়
তুমি থাকো কথায়, পাতায়
ছন্দহীন ছন্নছাড়া এলোমেলো কবিতায়।
কে তুমি
মিশে আছো
আমার কষ্ট কল্পনায়।
====================