=======================
দেখা হতেই মনে হলো
কত যেনো চিনি তারে
দেখেছি কতবার
বলেছি কথা
হেঁটেছি পাশাপাশি, এক সাথে।
কখনো দেখিনি তাকে
তবু মনে হয়
অতি আপনার সে
অতি আপন
সাতপাঁকে বাধা, জন্ম জন্মান্তরে।
জানি না তো কে সে
কি সে সুর হৃদয় তন্ত্রীতে
হঠাৎ বেজে উঠে
অর্ঘ্য হাতে সমর্পিতে মন
কেন এতো উচাটন
কাছে পেতে
কেনো এতো টানে।
চিনি না তাকে
হয়নি কথা
তবু যেনো সব কথা
হয়ে গেলো, চোখে চোখে।
হয়তো আর, হবে না দেখা
কখনো
তবুও যেনো এ রেশ থেকে যাবে
জীবন্ত
অশান্ত মনের শান্ত সরোবরে।
============================