=====================
তপ্ত সাহারার ধূসর বালু কণা
হাজার বছরের তৃষ্ণা বুকে
চিক চিক চোখে,
এক ফোটা বৃষ্টির জন্য একাগ্র  অপেক্ষা,
শুধু এক ফোটা।
রিমঝিম বৃষ্টির অঝোর ধারা,
ভিজিয়ে গেলো তাকে কতবার,
তবু অপেক্ষা আবার, বারবার
অনন্ত এ অপেক্ষার শেষ হয় না।
যেমন বলি, কতবার বলি
বার বার বলি,
ভালোবাসি, ভালোবাসি
তবু যেন তৃষ্ণা মিটে না।  
ক্ষুধিত পাষাণের চোখ
চেয়ে থাকে নিস্পলক,
তবু যেনো দেখার শেষ হয় না।
কখনো না।
=======================