============================

ফিরাতে পারবো না কিছুতেই জানি
তবু বারবার
ফিরে ফিরে, পথ চেয়ে থাকি ।
শুধু একটিবার
ভুল করেও যদি
ফিরে আসো  
দেখবে
কি বিবর্ণ, ছন্নছাড়া, এলোমেলো
তুমি ছাড়া আমি ।
তোমাকে ছাড়া
কি রিক্ত, নিঃস্ব, ক্লিষ্ট
শব্দহীন আমার পৃথিবী।
খণ্ডিত নিষ্ঠুর সময়ে
কেমন ক্লান্ত, শ্রান্ত, নিঃশেষিত  
আছে কেবল কিছু ছবি
আর অসমাপ্ত অবিনাশী স্মৃতি।

ফিরবে না কিছুতেই জানি
শুনবে না কিছু
তবু মনে হয়, বারবার বলি
না হয় শুধু একটিবার
যে কথা বলবো বলে, হয়নি বলা
থেকে গেছে বাকি।
সে কথা শুধু একবার বলি
ভালোবাসি, ভীষণ ভালোবাসি ।


=========================