==================
এসো হাত দুটি ধরি
চোখে চোখ রেখে বলি
ভালোবাসি, ভীষণ ভালোবাসি।
ভালোবাসি এ সময়
এই নিঃশ্বাস নেয়া, বেঁচে থাকা
আনন্দ বেদনায় পাশাপাশি।
কি জানি, কে কখন
হারিয়ে যাবো বহু দূরে।
অভিমান, অভিযোগ, অহম, ক্রোধ
বিচ্ছিন্ন পরে থাকবে সময়ের বিবরে।
ফেরা হবে না কিছুতেই
কথা হবে না
বলা হবে না কিছুই
বুক চেরা দীর্ঘশ্বাস, সাজানো ফ্রেমে
বেদনার এপিটাফ হয়ে নিস্পলক
দিন গুনবে একে একে।
তাই তো বন্ধু,
চলো মুছে দেই কালো বিন্দু,
কালো রাত, কালো অন্ধকার, গিরিখাত
জড়ায়ে ধরি আপন করে,
বাড়িয়ে দেয়া দুটি হাত।
গভীর ভালোবাসার উষ্ণ প্রশ্রবণে সিক্ত হয়ে বলি
ভালোবাসি, শুধুই ভালোবাসি।
==================