==================
মধ্যরাতের পিদিম জ্বলে আকাশে,
টিম টিম।
নিশ্চুপ চারিদিক, নিঝুম
সুনশান, নীরবতা
জেগে আছি একা।
নির্ঘুম চোখে,
কৃষ্ণ কালো অন্ধকারে,
চেয়ে আছি।
ফিরবে না জানি,
ফেরার উপায় নেই জানি,
তবু ও তো আসো,
মধ্যরাতে চুপি চুপি।
টুকরো টুকরো স্মৃতির ভেলায়,
ভালোবাসায়।
দেখি না তোমায়,
তবু যেন স্পষ্ট দেখি,
তোমার গন্ধে বিভোর থাকি,
কখন, কিভাবে কেটে যায় রাত্রি।
তারপর,
অধীর অপেক্ষা আবার,
নির্ঘুম চোখে একা।
নিঃস্ব আমি,
আমার তো এইটুকুই আছে।
তাইতো জেগে থাকি,
রাতের পর রাত,
একাকী।
========================