-----------------------------------------------------
বলবো না কোনো কথা,
মুখে এঁটেছি কুলুপ।
যে যাই বলুক,
দেখবো না কিছুতেই,
যাই ঘটুক।
কালো মোটা কাপড়ে,
রেখেছি বেঁধে চোখ।
কানে ঢেলেছি শিশা,
শুনবো না কিছুতেই,
যতটুকু যেই,
হাত শিকলে বাধা,
পায়ে লোহার বেড়ি ,
গলায় আনুগত্যের অন্ত ছোঁয়া,
মুখে শুধু স্তুতি।
শুধু বেঁচে থাকা,
বেঁচে থাকাই সব।
শামুকের খোলে,
গুটিসুটি কোনোমতে, নিরাপদ
কারুকার্যময় জীবনের কফিনে
এক জীবন্ত শব।
============================