=====================
নীল পৃথিবীর আকাশটাও নীল
দিগন্ত ছোঁয়া সাগর সুনীল
অপরাজিতার নীল চোখ
নিঃসীম শুন্যতায় অনন্ত নীল।
নীল বাবুই, নীল প্রজাপতি
টোপাজ, টানজানাইট কিংবা জিরকণে
নীলাভ আলোর দ্যুতি,
নীল অর্কিড, নীল পদ্মে সুদূরের হাতছানি
নীল ভালোবাসা,
অধরা স্বপ্নের ধূপছায়া
নীল আনন্দ, নীল বেদনা
নীল বিরহ, নীল কান্না
বর্ণহীন অশ্রুর নীল
নীল আভিজাত্য বর্ণিল
নীল মায়াজাল মোহাবিষ্ট
মন তবু শুধু নীলেই আবিষ্ট
নীল মণিহার, নীল শাড়ি, নীল টিপ্
নীলাঞ্জনা নীলাম্বরী
তোমার নীল চোখে
ঠিক কতটা নীল জমিয়ে রেখেছো তুমি।
================================