=================
অদ্ভুত এক 'নেই' এর আধিপত্যে ভীষণ নতজানু জীবন।
'নেই' এর সাম্রাজ্য কিছুই আর আগের মতো নেই
নেই সেই প্রাণের স্পন্দন।
কর্মচঞ্চল রাস্তায় সেই ব্যস্ততা নেই
নিঃসঙ্গ স্টেশনগুলিতে কোনো ভিড় নেই
পার্কের বেঞ্চিতে কপোত-কপোতী নেই।
বেলি ফুলের শুভ্র চাদরে ঢেকে আছে পথ
মালা গাঁথার কেউ নেই।  
নীল পদ্মে ছেঁয়ে আছে পুকুর
মুগ্ধ হবার কেউ নেই।
কাকচক্ষু জলে নবযৌবনা বুড়িগঙ্গা
দামাল ছেলেদের দুরন্তপনা নেই।
নিঃসঙ্গ সৈকতে সমুদ্র স্নানের উচ্ছাস নেই।
কৃষ্ণচূড়ার টোপরে ভালোবাসার রং
দেখার কেউ নেই।
কারো মুখেই হাসি নেই
স্বজনহারা চোখে অশ্রু নেই
মৃত্যুর মিছিলের শেষ নেই
কবরস্থানে এপিটাফের জায়গা নেই
চারিদিকে শুধু নেই আর নেই।
কি অদ্ভুত ‘নেই’ এর রাজত্ব
তবুও বেঁচে আছি ,
বাঁচিয়ে রেখেছে স্বপ্ন
টিমটিমে পিদিমের আলো
একদিন, কোনো একদিন
সেই দিন !!!!!
==================