=================
নাই এর সর্বগ্রাসী ক্ষুধা চারিদিকে
সবার শুধু চাই আর চাই।
যার নাই,
তার তো অবশ্যই চাই।
যার আছে, তারও চাই।
আর যার উপচে পড়ছে,
তার আরো বেশি বেশি চাই।
নাই এর সাম্রাজ্যে
চাই এর একছত্র আধিপত্য।
এটাই যেন চরম সত্য
এ পৃথিবীতে আর যেন কিছু নাই।
সম্পর্ক, অধিকার, মানবতা, স্বাধীনতা
ত্যাগ তিতিক্ষা, ভালোবাসা, সহমর্মিতা
সব যেন মূল্যহীন ছাই।
শুধু চাই আর চাই।  
পাওয়ার আকণ্ঠ তৃষ্ণা
লোভ, লালসা, হিংসা,ক্রোধ, ক্ষমতা
অতৃপ্ত আগুনের লকলকে শিখা,
শুধু চাওয়া আর পাওয়া।
এতো যে চাই,
যাবার সময় কিছু কি তার পাই!
সেইতো খালি হাতেই যাই,
তবুও চাই ই চাই।
=====================