============================
মনের গহীনে, কখন কি সুর বেজে উঠে,
কোন নাটকে, কে কি অভিনয় করে,
মানসপটে কার ছায়া, কোন রঙে খেলা করে।
কে আসে, কে যায়,
কার ছবি আনমনে আঁকে,
কে তাকে বাঁধতে পারে,
মন কি বাঁধা যায় ?
মন তো মহাকাশ,
অযুত নিযুত তারার মেলা, গ্রহাণু পুঞ্জ, নীহারিকা।
তারপর আরো আকাশ,
যতদূর, যত মেঘ, যত নীল শূন্যতা।
অপার স্বাধীনতা, ইচ্ছে ডানা।
মন তো রাতের জ্যোৎস্না,
মায়াবী আলোর চাদর,
নিঃসংকোচে বিতরণ অকৃপণ সুধা।
মায়ার আলো ছায়ায় বন্দী এ বসুন্ধরা।
মন তো সাগর,
যতদূর চোখ যায়, দিগন্ত ছেড়ে বহুদূর,
সীমাহীন অনন্ত অপার।
শেষ নেই তার, বালু তট কতদূর।
মন তো পাহাড়ি ঝর্ণা,
উচ্ছল নৃত্যে, আনন্দে, উৎসবে স্বয়ম্বরা,
হোক সে পাথর কিংবা তার চেয়ে বড়,
অলঙ্ঘনীয় কোনো বাধা।
মন তো শান্ত নদী,
টলটলে পানি, উজানে ভাটিয়ালি,
শান্ত, নিশ্চিন্ত, নির্লিপ্ত সমাপ্তি।
মন বৃষ্টি,
ফোটা ফোটা ঝরে পরে অবিরত।
মন কাল বৈশাখী,
হটাৎ থমকে, দারুণ ঝলকে ছিনিয়ে নেয় যত।
মন কবিতার ছন্দ,
কখনো কবিতা, কখনো শুধু মনের দ্বন্দ্ব।
মন স্বপ্ন,
আশা হীন ঘরে এক ফালি আলো।
মন ছোট এক খোলা জানালা,
জানালা পেরিয়েই খোলা মাঠ দিগন্ত জোড়া।
মন জোনাকি পোকা,
আলোর সাথে প্রাণের ছোঁয়া।
মন সূর্যের আলোয় সমুজ্জ্বল ,
গ্যাসের ডগায় জ্বল জ্বলে শিশির বিন্দু।
মন যেনো দুজন যুবক যুবতীর অন্তহীন কথা মালা।
কোনো এক পাগল কবির আবেগী কবিতা।
মন অজস্র, মন অসীম, মন ক্লান্তি হীন,
মনের ভিতর নিত্য আরেক মন,
তার ভিতর সংগোপন,
অন্য আর এক মনের ভীষণ আলোড়ন।
==============================================