=======================
শেষ কবে প্রাণ খুলে হেসেছি
মনে পড়ে না।
শেষ কবে প্রগাঢ় আবেগে বলেছি ভালোবাসি
মনে পড়ে না।
শেষ কবে বকুল ফুলের মালা হাতে
পার্কের নিঃসঙ্গ বেঞ্চিতে
অতি প্রিয় কারো জন্য অপেক্ষা করেছি
মনে পড়ে না।
শেষ কবে তোমার হাত ছুঁয়ে
হৃৎপিণ্ডের স্পন্দন খুঁজেছি মুখে, ঠোঁটে
মনে পড়ে না।
রমনার বটমূলে রবীন্দ্র জয়ন্তী
একুশের প্রথম প্রহরে প্রভাত ফেরি
নববর্ষের বাসন্তী রঙ, ঢাক ঢোল
প্রেম প্রত্যাশী পাগল যুবকের উচ্ছলতা
চঞ্চল কিশোর কিশোরী
গ্রাম্য মেলা, টি এস সির আড্ডা
মুক্ত স্বাধীন ইচ্ছে ডানা
সবই এখন,
বহু দূর সময়ের কষ্ট কল্পনা।
শেষ কবে মানুষ ছিলাম,
কিংবা মানুষের মতো মানুষকে ভালোবাসতাম,
কিছুই আর এখন,
মনে পড়ে না।
জীবন এখন নিয়মের কঠোর বেড়াজালে
স্পন্দনহীন, মুখ ঢাকা
ভীষণ একা।
=================================