==============================================
পৃথিবীর প্রতিটি মানুষের মনে,
একটি কবিতার বই সঞ্চিত আছে।
সংগোপনে সযতনে সংরক্ষিত,
কারুকার্যময় লাল মলাটের সেই বই,
অসংখ্য তার পাতা।
প্রতিটি পাতায় অপূর্ব ছন্দে,
অগণিত কাব্য গাঁথা।
জানি না কে তার রচয়িতা,
কি দারুন ক্ষমতায় একে একে,
রচে চলেছে কবিতা আর কবিতা।
আকাশ তার পটভূমি, সমুদ্র কালি,
বাতাসে উড়ন্ত ছন্দ।
বালুতটে অবিরাম বাধাহীন সমর্পণ,
আনন্দ, নৃত্য।
রুদ্ধ হয় না কিছুতেই, লিখা চলতেই থাকে,
একে একে, অনন্ত।
শুধু জানি,
ব্যতিক্রম নই আমি,
আমার মনের গহীনে, তেমনি আছে,
ছোট এক কবিতার বই।
কখনো কখনো সেই বই এর দু একটা কবিতা,
পড়া হয়ে যায় অগোচরে।
কখনো এক গুচ্ছ , কখনো বা শুধু একটা।
কখনো পুরো কবিতা পড়ার আগেই,
আলো হারিয়ে অন্ধকার ঘনায় চোখে।
কষ্ট জমে থাকে বুকে,
সে কবিতা আর পড়া হয় না কোনোদিন ।
শুধু অতৃপ্ত আকাঙ্ক্ষা,
তৃষ্ণার্ত চাতকের মতো চেয়ে থাকে ।
মাঝে মাঝে কিছু কবিতা,
অনেক চেষ্টা করেও পড়া যায় না।
কি দুর্বোধ্য অচেনা ভাষায় লিখা।
হাইরোগ্রাফিক, সুমেরিয়ান, এভেস্টেন বা অন্য কোনো ভাষা ।
সেই কবিতা বুঝতে না পাড়ার কষ্ট,
লিখতে না পাড়ার কষ্ট,
উগরে দেয়ার অক্ষমতা,
বুকে আগুন জ্বালায়।
অসহনীয় যন্ত্রনায় তারা জ্বলা আকাশ আমার সাথী হয়।
চোখ দুটি বন্ধ করে, ভুলে যেতে ইচ্ছে করে,
অন্য সবার মতো,
আমারও একটা কবিতার বই সঞ্চিত আছে।
অসংখ্য কবিতা লিখা আছে সেখানে,
উন্মুক্ত, অপূর্ব, আলোকিত, অসমাপ্ত।
হয়তো কখনো,
কোনো একদিন পড়া হবে কবিতাগুলো।
হয়তোবা পড়ার আগেই ,
ফিনকি ফোটা জ্যোৎস্না রাতে তারা হতে হবে আকাশে।
==============================================