===================
ভুল জীবন, ভুল ভালোবাসা
ভুল বসন্তে ভুল ভালোলাগা।
ভুল মানুষ, ভুল সময়, ভুল সম্পর্ক
অব্যক্ত হাহাকার, নিঃসীম শূন্যতা
তবু ভুল জীবনকে প্রাণান্ত টেনে চলা।
যোজন যোজন দূরত্ব মাঝে
তবু অনুক্ষণ একসাথে
কাগজের ফুলে সৌরভ খোঁজা।
রং হীন স্বপ্নের অনর্থক আঁকিবুঁকি
অতি চেনা ছায়াদের অবিরাম উঁকিঝুঁকি
প্রিয় মুখ, প্রিয় সুখ সব মিথ্যে আলপনা।
অপেক্ষা নেই, প্রতীক্ষা নেই, ভালোবাসা নেই
শুধু একাগ্র চেয়ে থাকা।
স্পন্দনহীন সে জীবন, নিগুড় বন্ধন
জড়িয়ে রেখেছে, পরম মমতা।
=========================