==================
এই মহামারীর শেষে
হবে কি দেখা আবার
সকলের সাথে।
বাড়িতে, আড্ডায়, ক্যাফে, কর্মস্থলে
কিংবা খেলার মাঠে।
সুখে দুঃখে যাদের সাথে
আনন্দে কেটেছে বেলা।
খুনসুটি, সারাদিন
এক সাথে পথ চলা।
থাকবে তো সবাই ?
বাড়ি ফিরে, যাদের দেখতে চাই
অতি প্রিয় সকল মুখ
যাদের দেখতে অনুক্ষণ উন্মুখ
যাদের জন্য এ বেঁচে থাকা।
থাকবে তো তারা?
কিংবা
পূর্ব দিগন্তে যখন
শুদ্ধ পৃথিবীর প্রথম আলো
তখন
আমি থাকবো তো ?
অবান্তর সে প্রশ্ন
থাকি আর নাই থাকি
তবু শেষ হোক এ মহামারী।
=====================