======================
তুমি মহান, তাই বলে
আমি নগণ্য নই।
তোমাকে মহান করতেই
আমি যে বারে বারে নগণ্য হই।
তবু আমি অস্পৃশ্য,
তুমি পূজনীয়।
আমি পরিত্যক্ত,
তুমি বরণীয়।
আমি নিঃস্ব, রিক্ত
তুমি অতুলনীয়।
তবু যে তুমি মহান,
তোমার মসৃণ পথে,
আমি শুধু নামে মাত্র,
সর্বংসহা সোপান।
নিঃশব্দে বিলিয়ে নিজেকে,
নিঃশেষে,
তোমাকে করি শাহজাহান।
==========================