=======================
পৃথিবীটা হঠাৎই নতুন
বিন্দু হৃৎপিণ্ডের মৃদু স্পন্দন
ছুঁটে চলা রক্তে
আনন্দ আলোড়ন।
নতুন প্রাণের, নতুন স্পর্শ
প্রতিদিন একটু একটু
আরেকটু স্পষ্ট।
ধুঁক ধুঁক শব্দ
কতোই না আপন
আরেকটি প্রাণ।
প্রতি স্পন্দনে ছোঁয়া
প্রতি নিঃশ্বাসে মিশে থাকা
অস্তিত্বে, অনুভবে, চোখে
আরেক জোড়া চোখ
আরো দুটি হাত, দুটি পা।
সৃষ্টির উল্লাসে সিক্ত
উল্লসিত, মত্ত, নিমগ্ন।
বৈধ, অবৈধ
ধর্ম,বর্ণ, অর্থ, সম্পর্ক,
সমাজ, লৌকিকতা
অর্থহীন প্রলাপ সব
মাথা উঁচু করে থাকে শুধু,
মাতৃত্বের অনন্য গৌরব।
================================