========================

মুঠো মুঠো মাটি,
এক মুঠো তার গায়ে মাখি,
এক মুঠো মাথায় রাখি,
এক মুঠো হাতে,
একটু মুখে ,
আরেক মুঠো সযতনে তুলে রাখি।  
মুঠো মুঠো ধূলি,
সোঁদা গন্ধ শুঁকি,
কিছু তার নিঃশ্বাসে,
কিছু মাখি চোখে,
প্রতিটি কণা তার,
অন্তরে ভরি।

ও আমার জন্মভূমি,
কিছুই নই আমি,
খুঁজে দেখো, পাবে শুধু
মাটি আর ধূলি।

=========================