===================================
আমি বোধ করি মানুষ নই,
মানুষ হলে জমি কিনতাম,
সেই জমিতে ঘর বানাতাম,
ঘরের কাছে পুকুর খুঁড়তাম,
পুকুর পারে গাছ লাগাতাম,
গাছের ছায়ায় আয়েশ করে ,
বড়শি ফেলে মাছ ধরতাম |
সময় মতো লাল টুকটুকে বৌ আনতাম ,
রাতের বেলায় কুপির আলোয়,
ভালোবাসার কাব্য লিখতাম |
মা’র কোলে শিশু হাসতো,
নতুন ধানে উঠোন ভাসতো,
ইচ্ছে হলে উঠোন জুড়ে ,
গল্প গানের আসর বসাতাম ।
আমি বোধ করি মানুষ নই,
মানুষেরা সবাই জমি কেনে,
আমি জ্যোৎস্না কিনি |
রাতের অন্ধকারে,
রুপালি আলোর পিদিম জ্বালিয়ে,
মায়াবী মুগ্ধতায় জড়িয়ে রাখি, ছন্নছাড়া এ পৃথিবী,
হয়তো পৃথিবীর কোনো এক প্রান্তে, মনের আনন্দে,
ছন্দ নিয়ে খেলা করে,
কোনো এক পাগল কবি |
আমি হয়তো,
সেই পাগল কবির জন্যই জ্যোৎস্না কিনি |
আমি নদী কিনি |
স্বচ্ছ স্ফটিক জলে ইচ্ছে মতো সাঁতার কাটি,
পাল তোলা নৌকা দেখি, ভাটিয়ালি গান শুনি,
মুগ্ধ হয়ে দেখি,
চির চঞ্চলা, চির যৌবনা, স্রোতস্বিনী,
ধান,সবুজ আর কাশ বনের সাথে কি নিবিড় মিতালি |
আমি ঝর্ণা কিনি,
কান পেতে শুনি, পাথর চাপা কষ্টের কল কল ধ্বনি |
পাহাড়ের পাশে বসে ,সাতরঙা রংধনু দেখি |
আমি আকাশ কিনি ,
আকাশ নীলে, ইচ্ছে পটে, ইচ্ছে তুলিতে ছবি আঁকি |
আমি বৃষ্টি কিনি,
বৃষ্টির জলে, বারে বারে, ধুয়ে দেই যত অনাসৃষ্টি |
আমি স্বপ্ন কিনি,
স্বপ্নে থাকি, স্বপ্নে উড়াই ইচ্ছে ঘুড়ি |
স্বপ্নেই গাই সাম্যের গান,
নিঃস্ব'র জন্য মহল গড়ি |
ওরা মানুষ,
তাই ওরা জ্যোৎস্না, নদী, ঝর্ণা কিংবা স্বপ্ন কিনে না,
জমি কেনে,
জমির জন্য প্রাণ দেয়, খুন করে, রক্ত ঝরায় |
মানুষ থেকে পশু হয়,
হিংস্র হায়েনার বিষাক্ত থাবা, রক্তাক্ত করে মানবতা |
তবুও ওরা মানুষ |
কিন্তু,আমি মানুষ হতে পারিনি |
কারণ আমি জমি কিনতে পারিনি |
হয়তো,
আমি মানুষই হতে চাইনি |
==========================