======
রাজপথে অগণিত ছাত্র জনতা
মা যাই
ডাকছে সবাই
ছিনিয়ে আনতে হবে স্বাধীনতা
আবার।
কথা বলার অধিকার
প্রতিবাদ করার অধিকার
না মানার অধিকার
মুক্ত ছন্দে কবিতা লেখার অধিকার।
মা যাই
ডাকছে সবাই
আবু সাঈদ, ফারহান,দিপ্ত, মুগ্ধ
কালো রাজপথে নির্ভীক তারুণ্য
অবাধ্য, উন্মত্ত, উত্তাল, বন্য।
আকাশ পাতালে রক্তের হোলিখেলা
রঙিন ফেস্টুনে ক্লান্ত বেলা
তরুণ, শিশু, বৃদ্ধ, বনিতা।
একই সুর, একই তান
যায় যাক যত প্রাণ
ছিনিয়ে আনবো তবু স্বাধীনতা।
মা যাই
ডাকছে সবাই
যেতে যে আমার হবেই।
মিটাতে হবে চরণের দায়
মাগো, দাও বিদায়
এবার যাই।
====================
বাংলাদেশের উত্তাল জুলাই-আগস্ট ২০২৪ এর কষ্টকর সময়ের কিছু এলোমেলো লেখা )