=====================
"মা" আর "ভালোবাসা"
শাব্দিক গঠনে ভিন্ন ভিন্ন দুটি শব্দ,
অভিধানেও শব্দ দুটির মানে একদম আলাদা।
দুই মেরুর, দুই প্রান্তের, দুই অস্তিত্বের
তারপরও শব্দ দুটি কোথায় যেনো
একই সুতোয়, একই সুরে গাঁথা।
'মা' বলতেই ভালোবাসার আলোকচ্ছটা
কেমন উচ্ছল ঝর্ণার মতো
আলোকিত করে তোলে চারিদিক।
আর ভালোবাসার ছোঁয়া লাগতেই
"মা" কেমন টুক করে দখল নিয়ে নেয়
মনের সবটুকু জায়গা।
ভালোবাসা মানে হয়তো শুধু "মা" নয়,
তবে "মা" মানেই ভালোবাসা।
জঠর গন্ধে যে ভালোবাসার জন্ম,
নাড়ি ছেঁড়া প্রথম চিৎকারে,
যে ভালোবাসা উন্মোচিত হয়,
সে ভালোবাসা,
অনন্ত, চিরন্তন, অক্ষয়, সবসময়।
তাইতো, মা আর ভালোবাসা শব্দ দুটি
ভীষণ ভাবে একীভূত, অবিচ্ছেদ্য, সমার্থক ও পরিপূরক।
আর তাই,
মা আর ভালোবাসা
অনন্য
মায়ের ভালোবাসায়।
=================