=====================================
একটি ফুল দেয়ার অর্থ -
আমি তোমাকে ভালোবাসি।
দুটি ফুল দেয়ার অর্থ -
এমন করে কেউ কক্ষনো আর কাউকে ভালোবাসে নি ।
আর এক তোড়া ফুল দেয়ার অর্থ-
এই পৃথিবীতে, এমন করে
কেউ যেন কক্ষনো আর কাউকে
ভালো না বাসে।
======================================