================

কত কথা বলি প্রতিদিন।
কিছু কথা, এমনি এমনি বলি
কিছু কথা,
বার বার বলার পরেও মনে হয়,
আরেক বার বলি।
কিছু কথা বলতে চেয়েও
বলা হয় না কোনোদিন।
কিছু কথা বলার পরও
মনে হয়,
কি যেন বলার থেকে গেলো বাকি।
কিছু কথা বলতে ইচ্ছে করে না,
কিছু কথা বলা যায় না,
কিছু কথা সংগোপনে, সযতনে
শুধু জমিয়ে রাখি,
কখনো বলার সুযোগ হয় যদি।
আবার
কিছু কথা বলার পর মনে হয়,
না বললেই ভালো হতো বুঝি।

যে কথা বলা হয়ে যায়,
তা ফেরানো যায় না কখনো।
যে কথা বলা হলো  না,
তা জানলো না কেউ কখনো।

=============================