====================
চুপ
কথা নয় আজ।
শুধু চেয়ে থাকা
চোখে চোখে
চোখের গভীরে, নীল সমুদ্রে
এক চিলতে দারুচিনি দ্বীপে।
হাতে হাত
স্পর্শে, স্পন্দনে, নিঃশ্বাসে
ছুঁয়ে থাক।
গাংচিলের ডানার আকাশে
উড়ে যাক
বাঁধনহারা যতদূর, যখন যেখানে।
শব্দহীন সুরের মূর্ছনা
জড়িয়ে থাক।
সময়ের পালকে আটকে থাকা
ভালোবাসা
মিশে যাক
অন্তরে, অনুভবে, অস্তিত্বে।
শুধু কথারা থাক।
কথার বন্ধন থেকে
ভালোবাসারা মুক্তি পাক।
মুক্ত ভালোবাসা ছড়িয়ে পড়ুক
দেহে, মনে, স্বপ্নে
চোখে
তারপর
কথা হোক চোখে চোখে।
==================================