===============
কথা ছিল,
পড়ন্ত বিকেলের নরম রোদে
বারান্দায় পা দুলিয়ে বসে
চা খাবো আর গল্প করবো।
কথা ছিল,
অখণ্ড অবসরে হাতে হাত রেখে
হারিয়ে যাবো সুনীল দিগন্তে।
তারপর, পাশাপাশি হাঁটবো আর ছুঁয়ে থাকবো।
কথা ছিল,
কোনো একদিন যাবো মধুমতির পাড়ে
পালতোলা নৌকায় মাঝ নদীতে
হেঁড়ে গলায় গান শুনাবো আর অবাক চোখে তাকিয়ে থাকবো।
কথা ছিল,
কোনো এক বর্ষার দিনে
তুমি আসবে, নীল শাড়ি পড়ে
তারপর, দুজন একসাথে বৃষ্টিতে ভিজবো আর চুপ করে থাকবো।
কথা ছিল ,
কোনো একদিন, যে কথা বলিনি কখনো আগে
সে কথা অনায়াসে প্রবল বিক্রমে, কানে কানে
বলবো, ভালোবাসি তোমাকে আর হাসবো।
কথা ছিল,
তুমি আমি একসাথে বৃদ্ধ হবো
কালো চুল সাদা হবে,
কুঁকড়ে যাওয়া চামড়ার ভাঁজে যৌবন লুকাবে
তারপর, একসাথে জটিল রোগে হাসপাতালে যাবো
ধবধবে সাদা বিছানায় পাশাপাশি একসাথে
চোখে চোখ রেখে ভাববো
এইতো জীবন, যা আমাদের ছিল ।
অথচ, কথাগুলো শুধু কথাই থাকলো
আর আমি থাকলাম।
আর কেউ থাকলো নাতো ?
==============================================