=========================
আমি স্বভাব কবি নই,
চাইলেই ভাব আর ছন্দগুলো,
পাহাড়ি ঝর্ণার মতো উছলে পরে না কখনো।
বহতা নদীর মতো,
বয়ে চলে না অবিরত,
একে বেঁকে সীমাহীন অনন্ত।
চাইলেই ফোটে না ফুল,
অর্ঘে লুটায় না বসন্ত।
আমি কষ্ট কবি,
এলোমেলো ভাবনা আর
দল ছুট ছন্দের মায়াজালে স্বেচ্ছা বন্দি।
নিরন্তর প্রকাশের অন্তহীন যন্ত্রনায়,
ছটফট,
তবু, ঠুকড়ে ঠুকড়ে খুঁজে ফিরি
শব্দ আর ছন্দের আঙিনায়,
রং হীন তুলিতে অনর্থক আঁকিবুকি,
রং চটা পটভূমি।
বহ কষ্টে সমুদ্র সিঞ্জনে,
তুলে আনা একটি একটি অক্ষরে,
শব্দের মহল গড়ি,
তর তর করে বয়ে চলে ছন্দ তরী।
আমি কষ্ট কবি,
কষ্টের আঁতুড়ঘরে সদ্যজাতের চিৎকারে,
আকণ্ঠ তৃষ্ণা নিবারনে,
অবশেষে,
শুস্ক ঠোঁটে ফোটে অনাবিল হাসি।
============================