কথা ছিলো
বেঁচে থাকলে কছম কেটে শুদ্ধ হবো
সাদা রঙে এ পৃথিবীটাকে  নতুন করে আঁকবো ।

কথা ছিলো
সাদা কালোর বিভেদ ভুলে একসাথে থাকবো
জাত বেজাত আপন করে উদ্দাম আনন্দে ভাসবো।

কথা ছিলো
নীল আকাশে চুক্তি করে সাতরঙা ঘুড়ি ওড়াবো
রঙ বেড়ং এর পোশাক পড়ে সমুদ্রতটে হাঁটবো।

কথা ছিলো
নিভে যাওয়া হিংসের আগুন আর জ্বলবে না
প্রতিবাদী মুষ্টিবদ্ধ হাতে আর শিকল উঠবে না  
কালো রাজপথ আর লাল রক্তে ভাসবে না  
খোদার কাছে নালিশ জানাবে না প্যালেস্টাইনের  শিশু
চোখে কাপড় বেঁধে নিরবে কাঁদবে না যিশু  
ডাস্টবিনে মানুষে কুকুরে কাড়াকাড়ি আর হবে না
খাঁচার ভিতর ভয়ার্ত পশুর চোখ দেখতে হবে না
মুক্ত আকাশে মুক্ত পাখিরা নিশ্চিন্তে মেলবে ডানা
পৃথিবীর ফুসফুস বুক ভরে নেবে নির্মল নিঃশ্বাস
ডলফিন ডানা মেলে মনের আনন্দে বিলাবে উচ্ছ্বাস।    


এমন অজস্র শত সহস্র অনেক কথাই ছিলো
প্রতিস্রুতি ছিলো,
যদি কোনমতে এবারে মতো বেঁচে যাই।
বিধাতা তার কথা রাখলেন
শুধু কথাগুলোই থেকে গেলো,
শুধু কথাই
আর সব থাকল ঠিক আগের মতো।