==============
সবাই কিনতে চায় পাহাড়,
পাহাড়ের সাথে খোলা মাঠ
রুপালি পাড়ের জ্যোৎস্না, ঝমঝমে বৃষ্টি
বিকেলের একরত্তি রোদ্দুর
কাকচক্ষু জলের খরস্র্রোতা নদী
মুক্ত নীল আকাশ
দূরের কাশ বন, কৃষ্ণচূড়া, লাল গোলাপ
গোধূলির আলোছায়া রং  
হাজার বছরের জমানো পাণ্ডুলিপি।

আমি পাহাড় কিংবা নদী কিনবো না।
আমি কিনবো জ্বলন্ত আগ্নেয়গিরি,
বুকে টগবগে ফুটন্ত লাভা,
বিলাবো জনে জনে, প্রজন্মে
মুঠি, মুঠি
অন্ধকারে থোক থোক রক্তলাল প্রদীপ্ত শিখা।
কিনবো ক্ষুধার্ত দাবানল,
প্রলয়ংকরী ভূমিকম্প, মহা ঘূর্ণিঝড়, সুনামি
জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো।
প্রবল আক্রোশে ভাসিয়ে নিয়ে যাবো।
মুছে দেবো ধর্ষিতার অপমান,বাবার কান্না, মায়ের অশ্রু
মানচিত্রের বুকে শকুনের তীক্ষ্ণ নখের আঁচড়।
থামবো না কিছুতেই

প্রেমের কবিতা লিখতে লিখতে আমি যে ভীষণ ক্লান্ত।
বড্ড ক্লান্ত।

=====================