============================

কখনো হাত করজোড়ে, কখনো প্রবল বিক্রমে
পরম শিরোধার্য আরাধ্য অধিকার
আনত কণ্ঠে পরাক্রম হুংকার
ক্ষমা করো নিঃশর্তে
ক্ষমা তোমাকে করতেই হবে।

কিসের ক্ষমা? কে করবে ক্ষমা? কার ক্ষমা ?

ত্রিশ লক্ষ শহীদের রক্তে ভেজা এ মাটি
এ সবুজ ঘাস, এ নদ নদী
রক্তস্নানে মিটিয়েছে পরাধীনতার গ্লানি।
এ লাল সবুজ পতাকা, তাজা লাল রক্তে আঁকা
দুই লক্ষ বীরাঙ্গনা, শত সহস্র সর্বহারা
লিখেছে বেদনার মহাকাব্য ,শোধিছে স্বাধীনতার মূল্য।
এ অশ্রু, এ রক্ত, এ সম্ভ্রম বিসর্জন
এ রক্ত ঋণ, ভুলবো না কোনোদিন
এ উপাখ্যান ক্ষমাহীন,
ক্ষমা করবো না কোনোদিন।

যদি ক্ষমা করি
তবে আমি অস্বীকার করি দ্রোহে উত্তাল সেই সময়
আমার পতাকা, আমার মানচিত্র,
আমার পূর্বপুরুষ, আমার পরিচয়।



যদি ক্ষমা করি
তবে মিথ্যে বায়ান্ন, ঊনসত্তর, একাত্তর
মিথ্যে বীরের ঐ  রক্ত স্রোত।

যদি ক্ষমা করি
তবে আমি রাস্তার বেজন্মা কুকুর
বেশ্যার দালাল, শেয়ালের বিষ্টা , শকুনের উচ্ছিষ্ট, হারামি মৃত
আমি বেঈমান, মীরজাফর, নিকৃষ্ট ।

না, আমি কিছুতেই ক্ষমা করবো না ।
শুধু এক জন্ম নয়, শত সহস্র অযুত জীবন
আমি, আমার হার গোর, আমার অস্তিত্ব
সব ঘাস হয়ে যাবে
তবু আমি ক্ষমা করবো না।

===============================