=====================

এক একটি দিন কেটে যায়
আমি বসে থাকি অধীর অপেক্ষায়
চোখ রাখি খোলা জানালায়
যদি ভুল করে ফিরে আসে
যদি সে কথা মিথ্যে হয়।

জানি তা হবার নয়
তবু অবুঝ মন ডুকরে উঠে বারে বার  
খোকা তুই ফিরে আয়।

তোর রক্তে রঙ্গেছে রাজপথ
আমি বিশ্বাস করি না।
তোর লাশ প্রতিবাদের ভাষা হয়ে
অগণিত কণ্ঠে গগন বিদীর্ণ করে উচ্চারিত হয়েছিল
আমি বিশ্বাস করি না।
তোর রক্ত স্রোতে তৈরী হয়েছিল উন্মত্ত যৌবনা নদী
আমি বিশ্বাস করি না।

তুই আমার কাছে শুধুই আমার খোকা।
জানি ফিরবি না আর
তবুও বার বার
শুধু বলতে ইচ্ছে করে
ফিরে আয় খোকা তুই
শুধু একটিবার।

=================

(বাংলাদেশের বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল সময়ে লিখা )