=================
এক ঈশ্বর,
ওই দূর আকাশে,
নিষ্ঠুর যজ্ঞে বিভোর,
আপন অবাধ্য সৃষ্টির বিনাশে।
হাত করজোড়ে থর থর পৃথ্বী,
দয়াহীন নির্মম ক্রূর অট্টহাসি,
থমথমে সময়,
নির্বাক করুনাময়,
নৈবেদ্য সারি সারি।
আকুল নিবেদন
নিষ্ফল আবেদন,
আছড়ে পড়ে বদ্ধ কপাটে।
আরেক ঈশ্বর,
চোখে অশ্রু টলমল,
অজস্র সহস্র অযুত প্রতিরূপে।
মমতার ঢালী হাতে,
শুভ্র বসনে,
নিশ্বাস হয়ে আর্ত প্রাণে,
নিঃশেষে বিলিয়েছে নিজেকে।
কোথায় ? কে সে ঈশ্বর ?
আকাশে না ভূতলে ?
সেই ঈশ্বর,
নিজেকে যে তুচ্ছ করেছে,
মানুষের তরে।
=======================
(করোনা যুদ্ধের সৈনিকরাই আসল ঈশ্বর )