===================

বাবা, তোমার বুকে মাথা রেখে,
আমি আকাশ খুঁজেছি।
খুঁজেছি অবারিত সবুজ মাঠ,
দূরে অটল পাহাড়,
ঝাউ বন সারি সারি।
কত বড় আকাশ বুকে,
ধারণ করে আছো,
এ বিশ্ব, মহাবিশ্ব, অনন্ত নক্ষত্ররাজি।
আমাদের সবগুলো মাথা রাখার পরেও,
সেখানে, আরও এক আকাশ জায়গা
থেকে যেতো বাকী।
এত্তো বড় বুক তোমার,
কোথায় যেতাম হারিয়ে।
শত শংকা সংকুল সমর,
নিরাপদে থাকতাম ঘুমিয়ে।

এক বাবা হয়ে দিয়েছো ছায়া,
এতগুলো আমাদের।
ছুঁতে দাওনি কিছুতেই,
জড়া, কষ্ট, যত ক্লেশ
নিজেকে করেছো নিঃশেষ,
তিলে তিলে।
আর এতগুলো শক্ত সামর্থ্য মানুষ আমরা,
পারিনি তোমার ভার বইতে।
রাতের অন্ধকারে, চুপিসারে তাই
তোমার স্থান হলো বৃদ্ধাশ্রমে।

ক্ষমাহীন কালচক্রের রথে,
আমরাও অধীর, অপেক্ষায় আছি।
কখন ঘনাবে সন্ধ্যা, হবে রাত্রি
এক আকাশ বুকে নিয়ে,
আমাদেরও হবে ঠাঁই,
সেই প্রিয় হাতে,
সেই বৃদ্ধাশ্রমে।  

============================