======================
কতদিন বুক ভরে নিঃশ্বাস নেই না
নিঃশ্বাস হয়তো নেই,
বুক ভরে না কিছুতেই
বুক ভরা মিথ্যে বাতাস,
তৃপ্তি হয় না।
চারিদিকে মৌ মৌ অচেনা সুগন্ধি,
আমি তবু খুঁজে ফিরি,
সেই সোঁদা গন্ধ, অহর্নিশি
কতদিন তোমায় দেখি না।
কাক ডাকা ভোরে, খালি পায়ে
সবুজ ঘাসে হেঁটে বেড়াই কত,
শিশিরে পা ভিজে না।
তোমার মতন কে আর তবে
পরম আদরে, নিবিড় যত্নে,
ধুয়ে দেবে আমার পা।
কতদিন গায়ে ধুলো মাখি না,
কাশবন, কামিনীর সৌরভ, কোকিলের কুহুতান
মুখরিত নদী, উদার ভাটিয়ালি
শালিকের কিচিরমিচির, কুয়াশার ভোর
ঝি ঝি পোকা, রাতের জোনাকি
ঝম ঝম বৃষ্টি,
কতদিন দেখি না।
ও আমার জন্মভূমি
ও আমার মা
তোমার স্বপ্নেই বিভোর থাকি,
সব তুলানাতেই তোমাকে খুঁজি,
তোমার আঁচলে ফিরবো বলেই,
প্রতিটি মুহূর্ত বেঁচে আছি।
===============================