=====================
যদি ভালোবাসো,
তবে শুদ্ধ হবো।
এ জীবনে বেঁচে থাকতে
নতুন করে ভাববো।
যদি ভালোবাসো,
অজস্র নক্ষত্রের রাত পাড়ি দিয়ে
তোমার কাছেই ফিরবো।
যদি ভালোবাসো,
দুজনে মিলে, অনন্ত নীলে
ময়ূরপঙ্খী নাও ভাসাবো।
যদি ভালোবাসো,
আকাশ পটে, ভালোবাসার রঙে
ভালোবাসার ছবি আঁকবো।
যদি ভালোবাসো,
তবে আবার নতুন করে
ভালোবাসার কবিতা লিখবো।
যদি ভালোবাসো,
তবে শুধু একটি জীবন নয়
অজস্র সহস্র জীবনে
তোমাকেই ভালোবেসে যাবো।
=============================