===================
যদি অন্ধ হতাম,
অন্ধ কবি হোমার এর মতো।
তবে খুব ভালো হতো,
কালো অন্ধকারে ছড়িয়ে পুঞ্জীভূত আলো,
হয়তো,
লিখে ফেলতাম ইলিয়াড কিংবা ওডেসির মতো,
কালোত্তির্ণ কোনো মহাকাব্য।
যদি অন্ধ হতাম,
তবে, মনের মতো সাঁজিয়ে নিতাম
এক রূপকথার সাম্রাজ্য।
মুক্ত নীলাকাশ, রক্তিম দিগন্ত
সমতা, ভালোবাসা, মমতা, বন্ধুত্ব
ছড়িয়ে দিতাম
মুঠো মুঠো, চারিদিকে, অফুরন্ত।
যদি অন্ধ হতাম,
যদি দেখতে না হতো,
এ রোগা, ক্লিষ্ট পৃথিবীর মুখ
যদি দেখতে না হতো
ক্ষুধার্ত মানুষ, দুর্ভিক্ষ
ধর্ষিত মানবতা, নিষ্ঠুরতা
অনর্থক রক্তের হোলি খেলা
অন্ধ দম্ভ।
তবে খুব ভালো হতো,
সাঁজিয়ে নিতাম সবকিছু নিজের মতো।
তারপর,
নিপুণ শব্দের কারুকাজে, অপূর্ব নকশায়
কল্পলোকের গল্পগাঁথায়
অপার মুগ্ধতায়
ছন্দে, আনন্দে, একে, একে
গড়ে তুলতাম
অনন্য কাব্যের অজস্র স্থাপত্য।
==========================