======================

যদি ফিরিয়ে দাও
হাত কেটে রক্ত ঝড়াবো
রক্ত স্নানে আত্মঘাতী হবো
তারপর, রক্ত নদীতে ভেসে যাবো
যত দূরে চাও।

যদি ফিরিয়ে দাও
সহস্র আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা উগড়ে দেবো
সব কিছু জ্বালিয়ে দেবো
তারপর ছাই হয়ে উড়ে যাবো
যতটুকু  চাও।

যদি ফিরিয়ে দাও
এ পৃথিবী লন্ড ভন্ড করে দেবো
সহস্র রিখটার স্কেলের ভূমিকম্পে তচনচ করে দেবো এ ভূপৃষ্ঠ
উপরে ফেলবো হিমালয়, কাঞ্চনজঙ্ঘা, কিলিমাঞ্জারো
সুনামির তোড়ে ভাসিয়ে নিয়ে যাবো সব
যতবার  চাও।

যদি ফিরিয়ে দাও
আবার রাবন হয়ে লঙ্কাকান্ড বাঁধাবো
পানশালায় আকণ্ঠ মদ্য পানে মাতাল হবো
প্লাকার্ড হাতে আজীবন রাজপথে দাঁড়িয়ে থাকবো  
পাগল হয়ে মাথায় জট গজাবো
সুতীব্র বজ্রের আঘাতে ঝলসে যাবো
নিঃশেষ হয়ে যাবো।

তবু যদি ফিরিয়ে দাও,
তবে এক ঝটকায় মুছে ফেলবো আমার নাম।
ভুলে যাবো,
এ পৃথিবীতে আমি ছিলাম কখনো।

=============================